রাঙ্গামাটিতে নিষধ্যাজ্ঞা অমান্য করে কাপ্তাই হ্রদে মাছ আহরণ করে বাজারে বিক্রি সময় অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি বিএসডিসির। এতে মাছ, ইঞ্জিন চালিত নোকা জাল সহ বিভিন্ন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬জুলাই) রাঙ্গামাটি সহরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিএসডিসির সদস্যরা এতে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ প্রায় ১০কেজি জব্দ করা হয়েছে। পরবর্তিতে বিএসডিসির অফিসের সামনে নিলামে দেওয়া হয়।
রাঙ্গামাটি বিএসডিসির ব্যবস্থাপক লে.কর্নেল তোহিদুল ইসলাম জানান যারা এই কাপ্তাই হ্রদে মাছ আহরণ নিষজ্ঞা অমান্য করে মাছ আহরণ করে থাকে তাদেরকে আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন তিনি।
















