মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডে ৪৫৬ জন কর্মহীন,দরিদ্র জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে অতর্কিত হামলা এবং ত্রাণ সামগ্রী লুটের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছেন।
গত ১৪ জুলাই দুপুর ২টায় এই হামলার ঘটনার পর ১৫ জুলাই থানায় এই ব্যাপারে মামলা হয়। এই ঘটনায় ১৬ জুলাই রাতে থানার এস.আই মিঠুর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত
আসামীরা হলেন- মরিয়ম বেগম, স্বামীঃ মোজাম্মেল ড্রাইভার, (২) রহীমা বেগম, স্বামীঃ বক্কর ড্রাইভার,(৩) জাহিদুল ইসলাম সিফাত, পিতা-মোজাম্মেল হক। পৌরসভার ৭ নং ওয়ার্ডের আর্মি পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়দের দেয়া তথ্য মতে এলাকার গরীব দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী সুষ্ঠু ভাবে বিতরণকালে সাবেক ওয়ার্ড কাউন্সিলর রহিমা বেগমের ইন্ধনে তার স্বামী মোঃ বক্কর(বক্কর ড্রাইভার) এর সহযোগিতায় অজ্ঞাতনামা কয়েকজন মিলে বর্তমান ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারুন সরদার এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও পৌরসভার ২নং প্যানেল মেয়র শাহানারা আক্তারের উপর হামলা চালায় এবং শাররীক ভাবে লাঞ্ছিত করেন।
এসময় ৫০টির মত উপহারের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। এই বিষয়ে ৭নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর এর সাথে যোগাযোগ করা হলে ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও পৌরসভার ২নং প্যানেল মেয়র শাহানারা আক্তার শানু বলেন, আমরা বিগত সময়েও ওয়ার্ডের কোন উন্নয়ন মূলক কর্মকান্ড করার সময় সাবেক কাউন্সিলরের ইন্ধনে বিভিন্ন সময় আমাকে হেনস্থা করার চেষ্টা করতো। এবারও সেটা করেছে। প্রধানমন্ত্রীর এই উপহার যেন আমি অসহায়দের মাঝে সঠিকভাবে তুলে দিতে না পারি সে জন্য পরিকল্পিত ভাবে আক্রমন করেছে। কাউন্সিলর হারুন সরদার এবং আমাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জানান, উপহার বিতরন অনুষ্ঠানে যারা হামলার সাথে জড়িত আমরা তাদের গ্রেফতার করেছি এবং অজ্ঞাত নামা আরো ব্যাক্তিদের গ্রেফতার প্রক্রিয়াধিন আছে। প্রচলিত আইন অনুযায়ি তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।
















