সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক বোঝাই গরু লুট করতে ডাকাতের গুলিতে ট্রাক চালক নিহত হয়েছে।
আজ (১৬ জুলাই) শুক্রবার ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে এঘটনা ঘটে।
এসময় সংঘবদ্ধ ডাকাত দলের গুলিতে ট্রাক চালক আব্দুর রহমান (৩৬) ঘটনাস্থলে নিহত হন। তিনি যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রামের মোহাম্মদ বশির মিয়ার পুত্র জানা গেছে।
জানা যায়, একটি গরুবর্তী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৯৯৭০) মাগুরা থেকে ১২ টি গরু নিয়ে চট্টগ্রামের আসার পথে ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় ব্রিজ পার হওয়ার পর গরু বোঝাই ট্রাকটির সামনে গিয়ে আরেকটি ছোট পিকআপ দিয়ে আটক করার চেষ্টা করে।
এসময় ছোট পিকআপ থেকে ৫-৭ জন ডাকাত অস্ত্র ঠেকিয়ে ট্রাকটিকে থামাতে বলে। ড্রাইভার আব্দুর রহমান ট্রাকটি না থামালে ডাকাতরা ড্রাইভারের মুখে গুলি করে। সাথে সাথে ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকের অন্য যাত্রীরা চিৎকার শুনে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, মাগুরা থেকে ট্রাকে করে গরু নিয়ে চট্টগ্রামে আসছিল।
এদিকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা চালককে ট্রাকটি থামানোর জন্য বলে।
এসময় ডাকাতরা চালককে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্যে চট্রগ্রাম (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
















