কুমিল্লার বুড়িচংয়ে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে পাঁচটি বাস পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
রোববার (১১ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার নিমসার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আলী আজম বলেন, চলমান কঠোর বিধিনিষেধ পরিবহন বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার ফিলিং স্টেশনে এশিয়া লাইন পরিবহনের ২০টি বাস পার্কিং করে রাখা হয়। রোববার বিকেল সোয়া ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে একটি বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে কুমিল্লা থেকে সার্ভিসের তিনটি ও চান্দিনা উপজেলা থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাঁচটি বাস আগুনে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
তিনি বলেন বলেন, পার্কিংয়ে থাকা একটি বাসের ব্যাটারি বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ ঘটনায় ফিলিং স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
















