চলমান লকডাউনের দশম দিনেও উপজেলা প্রশাসনের অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ জুলাই শনিবার সকাল সীতাকুণ্ড সদর থেকে সলিমপুর (ফকিরহাট ওভারব্রিজ) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।
সুত্রে জানা যায়, সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, হোটেল- রেস্টুরেন্টের ভেতরে বসিয়ে কাস্টমারকে খাওয়ানোর অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, চলমান লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা করা হয়েছে।
লকডাউন কার্যকরে সার্বক্ষনিক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
















