চট্টগ্রামের হাটহাজারীতে মাস্ক না পরা,অকারণে বের হওয়া ও নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১২ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) হাটহাজারীর পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্লাহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করছে পুলিশ, র্যাব সদস্যরা।
এইসময়ে নিষেধাজ্ঞা অমান্য করায় রহমানিয়া হাইপার শপকে ৫ হাজার, বন্ধু স্টোরকে ১ হাজার, মেম্বার হোটেলকে ২ হাজার সহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
















