কবি ও সাংবাদিক এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় মানসসম্পদ শ্রী অরুণ দাশ গুপ্ত’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তাঁরা বলেছেন, প্রয়াত কবি ও সাংবাদিক শ্রী অরুণ দাশগুপ্ত চট্টলবাসীর অহংকার। তিনি একজন অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক হিসেবে শুদ্ধ মননের বিকাশ ও জ্ঞান চর্চার পথিকৃৎ ব্যক্তিত্ব ছিলেন।
সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির অভিভাবক হিসেবে আমাদের সকলের আশা ও ভরসার কেন্দ্রবিন্দু ছিলেন। তাঁর মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি সাধিত হল।
শোকবার্তায় প্রয়াত অরুণ দাশগুপ্ত’র বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
















