চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ সালাম এক বিবৃতিতে বলেন দেশের প্রবীণতম সাহিত্যিক সাংবাদিক, দৈনিক আজাদীর সিনিয়র সহকারী সম্পাদক কবি অরুণ দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, তিনি ছিলেন চট্টগ্রামের আলোকিত কৃতি পুরুষ। দেশের সকল প্রগতিশীল আন্দোলনে তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামবাসী তথা দেশ একজন গুণীজনকে হারালো। তাঁর শূণ্যতা কখনো পূরণ হবার নয়।
















