চট্টগ্রাম: “সুরের মুচ্ছর্নায় হোক স্বপ্ন গাঁথা, নতুন সময়ের অভিযাত্রা” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে এ আয়োজন সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানে সংবর্ধিত হন বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের মেঘা অন্বেষণ নতুন কুড়ি ‘২৫’-এর সারা বাংলাদেশের আধুনিক গান খ বিভাগে সেরা দ্বিতীয় স্থান অর্জনকারী তুষ্মি দাশ।
অনুষ্ঠানটি তুষ্মি দাশের পরিবারের সদস্যদের পেশাগত কারণে ঢাকায় বদলি হওয়ায় ভালোবাসা ও স্মৃতির নির্দশন হিসেবে আয়োজন করা হয়।
মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপির পরিচালক ও কণ্ঠশিল্পী সামশুল হায়দার তুষার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রবন্ধিক মো. কামাল উদ্দীন, দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, গীতিকার ও সাংবাদিক আবছার উদ্দিন অলি, সিজেকেএস ফুটবল টিমের ম্যানেজার সরোয়ার মনি, ইঞ্জিনিয়ার নুরুল আলম এবং সাউন্ড টাচ্ পরিচালক ইলিয়াছ ইলু।
উপস্থিত ছিলেন স্বরলিপির উপদেষ্টা রকিবুল হাসান সোহেল, সদস্য শহীদুল হক, জাহিদ তানসির, চৌধুরী মো. ইকরাম, মীম চৌধুরী, এআর বাবলু, নাঈম মাহমুদ, মুজিবুর রহমান প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন এসএইচ তুষার, মাহবুবুর রহমান সাগর, বাউল মোজাহের, তপন আচার্য, নুসরাত সুমি, রিদু চৌধুরী, নুরুল আলম, ইমরান পারভেজ ও সংবর্ধিত শিল্পী তুষ্মি দাশ। যন্ত্র সঙ্গীতে ছিলেন কি-বোর্ডে সরজ, অক্টোপ্যাডে টিটু, তবলায় লিমন। সার্বিক সহযোগিতা প্রদান করে বৈঠকখানা কমিউনিটি হল কর্তৃপক্ষ।
















