চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের পূর্বে তিনি কুমিল্লা জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আধুনিক দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।
যোগদান উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে নাজির আহমেদকে সম্মানসূচক সালামি (গার্ড অব অনার) দেওয়া হয়। জেলায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
নাজির আহমেদ জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উপস্থিত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি দায়িত্ব পালনে সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
নাজির আহমেদ জেলায় কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামবাসীকে নিরাপদে রাখতে আরও দক্ষ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশিং প্রতিষ্ঠা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সর্বোপরি মানুষের আস্থা অর্জনে জনবান্ধব সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।’
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, প্রত্যেক থানাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, টহল, চেকপোস্ট, ইন্টেলিজেন্স সংগ্রহ ও দ্রুত প্রতিক্রিয়া টিম সক্রিয় রাখা, সহিংসতা, নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশনা দেন।
নাজির আহমেদ জোর দিয়ে বলেন, “স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নতুন এসপির প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
















