বাংলাদেশি চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। এছাড়া অভিনেত্রী ফেসবুকে বেশ সরব। বিভিন্ন সময়ের ছবি তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রকাশ করেন। অনুরাগীরাও প্রিয় নায়িকাকে দেখে উচ্ছ্বসিত হন।
বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন আমেরিকায়। তবে, সশরীরে সেখানে থাকলেও তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।
একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল স্টাইলিশ লং সুট, আর চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও ছবির ক্যাপশনটিই মূলত ভক্তদের ভাবিয়ে তুলেছে।
ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়।’
নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন। হঠাৎ কেন তার রূহ ভারতে পড়ে রইল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছেন।
একজন লিখেছেন, ‘আর ইন্ডিয়া এবং আমেরিকার মাঝখানে আমরা আছি সবাই বাংলাদেশে।’
অন্য একজন মন্তব্য করেছেন, ‘শুভ কামনা রইলো সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।’
















