বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলীর (রহ.) নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে আমান বাজারস্থ একটি কমিউনিটি সেন্টার হলে এ সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ সালামত আলী।
জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসমাইল ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক আল্লামা এমএ মান্নান, আল্লামা ছৈয়দ অসিয়র রহমান, সউম আব্দুস সামাদ, আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, গোলামুর রহমান আশরাফ শাহ, শহিদুল্লাহ হাদি, এম সোলাইমান ফরিদ, মোজাফফর আহম্মদ, বজল আহম্মদ, আতম লিয়াকত আলী, এনামুল হক ছিদ্দিকী, সৈয়দ জালাল উদ্দিন, সৈয়দ হারুনুর রশিদ, ছৈয়দ মুহাম্মদ জুন্নুরাইন, মুহাম্মদ আব্দুন নবী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, ইকবাল হাসান, মোক্তার আহম্মদ, মুহাম্মদ নঈম উদ্দিন, মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, ইলিয়াছ নুরি, হেলাল উদ্দিন, সৈয়দ মুহাম্মদ নুরুল আমিন, নুরুল আবছার রেজবী, জাহাঙ্গীর আলম সিকদার, সামসুল আলম, এসএম ইয়াসিন হায়দরী, করিম উদ্দিন নুরী, এমরানুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, মুজিবুর রহমান, এসএম ফারুক, মুহাম্মদ সেকান্দর মিয়া, আজিম উদ্দীন আহমেদ, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, তৈয়ব আলীর (রহ.) ছেলে মুহাম্মদ আলী হায়দার রাহি, মুহাম্মদ অহিদুল আলম, আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল জাবের, এম শহিদুল আলম, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ ইসতিয়াক রেজা, নুরুল হায়দার, রবিউল হোসেন সুমন, মোহাম্মদ মোশারফ হোসাইন, এনামুল হক মুন্না, রবিউল মোস্তাফা রাফি, নাজিম উদ্দিন নূরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, নেজাম উদ্দিন, সৈয়দ মুহাম্মদ শহীদুল্লাহ, শহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, নুরুল আমিন জিকু।
সভায় বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক সংস্থার প্রতিনিধিসহ মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ‘আল্লামা তৈয়ব আলী (রহ.) ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ, মানবিক সমাজসেবক, নীতিনিষ্ঠ ইসলামী রাজনীতিবিদ ও দক্ষ প্রশাসনিক নেতা। তার জীবন ও কর্মের মূল দর্শন ছিল শিক্ষা, নৈতিকতা ও মানবতার সমন্বয়।’
বক্তারা আরও বলেন, ‘শিক্ষাক্ষেত্রে তিনি নৈতিকতা, দায়িত্ববোধ ও বাস্তবজীবনের উপযোগী শিক্ষার ওপর গুরুত্ব দেন। সমাজসেবায় তিনি দরিদ্র, অনাথ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন। রাজনীতিতে তিনি ইসলামী আদর্শ ও জনকল্যাণকে প্রাধান্য দেন এবং নেতৃত্বকে আমানত হিসেবে দেখতেন। প্রশাসনিক দায়িত্বে তিনি সচ্ছতা, শৃঙ্খলা ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখতেন।’
নাগরিক সভা শেষে মিলাদ কিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।
















