চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদককারবারি হলেন মো. মীর মোশাররফ হোসেন (৪৫)।
র্যাব-৭ জানায়, ফ্ল্যাটটিতে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মাদককারবারি মো. মীর মোশাররফ হোসেনকে (৪৫) আটক করে। পরে ফ্ল্যাটের ভেতর একটি হালকা বাদামি রঙের কাঁধ ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
আটক মাদককারবারি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭’-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।
















