চট্টগ্রাম নগরীর অভিজাত হোটেল বেস্ট ওয়েস্টার্নে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উপকূল গার্ডেনের ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক, শেয়ারহোল্ডার ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপকূল গার্ডেনের সভাপতি মো. শাহীন রেজা চৌধুরী এবং সঞ্চালনা করেন কবি ও সাহিত্যিক সোমা মুৎসুদ্দী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ইদ্রিস। এরপর পরিচালকরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। মো. শাহীন রেজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান উপকূল গার্ডেনের পরিচালকরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. চুন্নু খাঁন। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. তসলিম, মো. জয়নাল আবেদীন, মো. জাহিদুর রহমান ও মো. সাইফুদ্দীন।
বক্তারা শেয়ারহোল্ডার ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সবার সহযোগিতায় উপকূল গার্ডেন আজ বাস্তবে রূপ নিয়েছে।’
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে উপকূল গার্ডেনের প্রাকৃতিক ও মনোরম দৃশ্যাবলী দেখানো হয়; যা অতিথিদের মুগ্ধ করে। পরে মোশাররফ হোসেনের সঞ্চালনায় লটারির মাধ্যমে নয়তলা ভবনের ২৭টি ফ্ল্যাটের বরাদ্দ সম্পন্ন হয়।
বাফেট ডিনার ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
শাহীন রেজা চৌধুরী ও পরিচালকরা সফলভাবে ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।