মারা গেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল নয়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম।
সরওয়ার জাহান কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি এক কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
১৯৫২ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্ম নেন সরওয়ার জাহান।
তিনি বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান (২০০৭-২০০৯ সাল) এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন।