চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এখন টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের উপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙ্চুর, মোবাইল ফোন, টাকা লুটের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নেতৃবৃন্দ।
রোববার (৫ অক্টোরব) সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
বিবৃতিতে সিআরএফের নেতৃবৃন্দ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে দিবালোকে এই ধরনের নেককারজনক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করার ঘৃণ্য প্রক্রিয়া।’
সিআরএফের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।