চট্টগ্রামের পতেঙ্গায় শাহ্ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল লিমিটেডের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এয়ারপোর্ট রোডের পূর্ব পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন প্রস্তাবিত টার্মিনাল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুমানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েতুল হক, পরিচালক মো. আবু সায়েম, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী মুরাদ হোসেন, হেড অব একাউন্টস নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. কালাম, মোজাহের আলম, আরিফ, রাব্বি, মো. ওসমান গনি, নূর মোহাম্মদ, মো. কাইসার, রুবেল, ছোটন মিয়া, মো. হাবিবুর রহমান, মো. মোবারক হোসেন, মো. মনিরুজ্জামান, নাজমুল হুদা মিঠু, মো. সোহাগ, আফসার, মো. বিল্লাল, রাতুল মিয়া, হোসাইন, নাঈম, প্রকৌশলী জহিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ‘বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় এ ধরনের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন ছিল। এটি শুধু এলাকার উন্নয়নেই ভূমিকা রাখবে না, পাশাপাশি স্থানীয় অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’
বক্তারা আরও বলেন, ‘এটি স্থাপিত হলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ অনেকটাই কমবে, কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি বাড়বে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে, সর্বোপরি জাতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’