আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় যুব পরিষদের উদ্যোগে হযরত নূরী বাবা (রহ.) স্মরণে সুলতানুল মোনাজেরীন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদাশীন সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাটের (মা.জি.আ.) সভাপতিত্বে কনফারেন্স উদ্বোধন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত আল্লামা হাফেজ মুফতি মোহাম্মদ সোলাইমান আনছারী।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ, মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী।
প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান (মা.জি.আ.)।
আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, হযরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী (মা.জি.আ), আল্লামা মুফতী আবদুল ওয়াজেদ (মা.জি.আ), ড. প্রফেসর নু ক ম আকবর হোসেন, ড. আ ত ম লিয়াকত আলী (মা.জি.আ), ড. মোহাম্মদ নুরুন্নবী আজহারী (মা.জি.আ), মাওলানা আবুল হাশেম আল কাদেরী।
সঞ্চালনা ছিলেন মাওলানা নুরু উল্লাহ রায়হান খান।
কনফারেন্সে বক্তারা বলেন, ‘আউলিয়া কেরামরা যুগে যুগে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শক। কোরান সুন্নাহর আলোকে মানব কল্যাণে কাজ করে যেতে হবে। আলোকিত সমাজ গড়ে তুলতে নবী রসুলের আদর্শ মানতে হবে।’