চট্টগ্রাম: আজকাল সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজেন ‘চিরদিনের গান’ শীর্ষক সংগীতানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি গীতিকার আবছার উদ্দীন অলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট ফজল আহমদ। বিশেষ অতিথি ছিলেন সুরকার ও সঙ্গীত পরিচালক আলমগীর আলাউদ্দিন, সঙ্গীতশিল্পী সত্যজিৎ দাশ কাঞ্চন, শিক্ষক অরুণ চক্রবর্তী, শিল্পী কানুরাম দে।
অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন আলমগীর আলাউদ্দিন, সত্যজিৎ দাশ কাঞ্চন, মনোজ সরকার, আরুশি চক্রবর্তী, হৃদিকা সরকার, পুর্ণতা দাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী আলম আশরাফ, অচিন্ত্য কুমার দাশ, চন্দন চৌধুরী, সংগঠক জসিম উদ্দীন চৌধুরী, কবি সজল দাশ, সুমন চৌধুরী, দীলিপ সেনগুপ্ত, বিকাশ বড়ুয়া।
যন্ত্রসঙ্গীতে ছিলেন তবলায় কানু চক্রবর্তী, কানু রাম দে, কিবোর্ডে পলাশ দেবনাথ, প্যাডে নন্দন নন্দী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পরিশুদ্ধ বাঙালি সংস্কৃতির অনুশীলনই পারে সুন্দর সমাজ বিনির্মাণ করতে। আগামী প্রজন্মকে সুন্দর, সুস্থ ও মানসিকভাবে উন্নত করার জন্য সঙ্গীত চর্চার বিকল্প নেই।’
ক্তারা সকলকে দেশপ্রেম, মানবতা ও বাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ লালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ৬ শিল্পীকে আজকাল সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।