পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাটিখাইন ইউনিয়ন শাখার উদ্যোগে সীরাতে রাসূল (স.) শীর্ষক আলোচনা সভা ও উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমান বিশ্বের অস্থিরতা দূরীকরণে রাসূলের (স.) জীবনাদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার মুক্তি সম্ভব।’
ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা আইন বিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আশিকুল মোস্তফা তাইফুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী বায়তুলমাল সম্পাদক আরিফুর রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি সাইফুল হক।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, কালারপোল থানা শাখার সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু. তসলিম, রাজনীতিবিদ লিয়াকত আলী।
দারসুল কোরআন পেশ করেন উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা রফিক বিন হোসাইন।
শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজসেবক রঘু দে এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি পিপলু বড়ুয়া।
অনুষ্ঠান শেষে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।