চট্টগ্রাম: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাজির দেউরী কাঁচা বাজার দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাজার প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ব্যবসায়ী, মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া। উপস্থিত ছিলেন মাওলানা মুরশেদুল আলম আনোয়ারী, মাওলানা সাইফুদ্দিন মোহাম্মদ ফারুক, মো. ইলিয়াছ, নুরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, নুরু সওদাগর, নাছের আলম, আবদুল্লাহ, আনোয়ার হোসেন, বশির।
আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকার যুগে তিনি আলোর দিশা দেখিয়েছেন। পৃথিবীতে আগমনের পূর্বেই তাঁর নাম ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা ছিল, যা প্রমাণ করে আল্লাহ তাঁকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন।”
তিনি আরও বলেন, “কোরআন এমন এক গ্রন্থ, যার একটি অক্ষরও পরিবর্তন হয়নি। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন-সুন্নাহ অনুসরণ করতে হবে। আজকের এ মাহফিলে আমাদের অঙ্গীকার হোক— আমরা কোরআন-সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করব এবং বেশি বেশি দরুদ পাঠের মাধ্যমে প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করব।”
মাহফিলে শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।