চন্দনাইশ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারির দেওয়ানহাটে এ দুর্ঘটনা ঘটনা।
স্থানীয়রা জানায়, কক্সবাজারগামী ঈগল পরিবহনের সঙ্গে শহরগামী সিএনজি অটোরিকশা সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের বউ-শাশুড়িসহ ৩জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতরা প্রাক্তন যোগাযোগ মন্ত্রী অলি আহমদের ভাগিনী ও ভাগিনার বউ।
নিহতরা হলেন চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), পুত্রবধূ শামিমা আকতার (৪০) ও ওষুধ কোম্পানি অপসোনিনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মো. শরীফ (৩০)। শরীফের বাড়ি ময়মনসিংহ জেলায়।
তারা সিএনজি অটোরিকশায় দোহাজারী থেকে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে ফিরছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া বলেন, ‘যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় দুটি সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। ৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৮ জনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’