রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, ‘স্যাটেলাইট গবেষণা আমাদের পৃথিবী এবং মহাবিশ্বকে উপলব্ধি করা ও এর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহাওয়ার পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ, টেলিকমিউনিকেশন, নেভিগেশন, সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। মহাকাশ অনুসন্ধানেও স্যাটেলাইট সহায়তা করে এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তায় উন্নয়নের পথ সুগম করে।’
সোমবার (১৫ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত চুয়েট ও জাপানের নিউ স্পেস ইন্টেলিজেন্স ইনকর্পোরেটেডের (এনএসআই) মধ্যকার রিসার্চ স্কোপ এক্সপ্লোরেশন শীর্ষক মিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মতিন ভূইয়া আরও বলেন, ‘স্যাটেলাইট প্রযুক্তির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ও সম্ভাবনাময়। ভবিষ্যতে স্যাটেলাইট কনস্টেলেশনের মাধ্যমে স্পেস-ভিত্তিক ৫জি নেটওয়ার্ক সারা পৃথিবীজুড়ে দ্রুত ডেটা স্থানান্তর করবে এবং দূরবর্তী স্থানেও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।’
অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন এনএসআইয়ের মার্কেটিং এন্ড বিজনেস স্ট্রেটেজি বিভাগের পরিচালক ড. নিক বড়ুয়া এবং অনলাইনে যুক্ত ছিলেন এনএসআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাপানের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পরিচালক ও জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসাহিকো নাগাই। উপস্থিত ছিলেন চুয়েট, রুয়েট ও ইউএসটিসির সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
উল্লেখ্য, রিসার্চ স্কোপ এক্সপ্লোরেশন মিটের মাধ্যমে চুয়েট ও ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের নাগা ল্যাবের সাথে চুক্তি সই করার ব্যাপারে আলোচনা করা হয়।