চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ৩ দিনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। তরুণ উদীয়মান শিল্পীরা এক হয়ে তারুণ্যের শিল্পশৈলী শীর্ষক দ্বিতীয়বারের মতে এ প্রদর্শনী আয়োজন করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক কেএম আবদুল কাইয়ুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির চারুকলা ইনিস্টিউটের অধ্যাপক সুফিয়া বেগম।
সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন টেকনোলজির সহযোগী অধ্যাপক শিল্পী মোহাম্মদ ইউনুস।
আয়োজক হিসেবে রয়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি চট্টগ্রামের চারুকলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী হৃদয় চৌধুরী, চম্পক ধর, নয়ন দাশ, রাচিলা রহমান।
তারুণ্যের শিল্পশৈলী প্রদর্শনী ২০২৫’-এর আয়োজকরা জানান, চট্টগ্রামে সাধারণত প্রদর্শনী খুব কম হয়। যা হয় তাও নির্দিষ্ট প্রতিষ্ঠানের বা ব্যক্তির। তরুণ উদীয়মান শিল্পীরা তেমন প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পায় না। তাই এই তরুণ শিল্পীদের এক করে সবাই মিলে গত বছরের ন্যায় এই বছরও এই প্রদর্শনী আয়োজন করে। ১১৫ জন তরুণ শিল্পীর অংকন করা ১২৭ টি চিত্রকর্ম আর একটি স্টল প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনী চলবে ১৫ সেপ্টেম্বরপর্যন্ত। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।