চট্টগ্রাম: চট্টগ্রামে প্রত্যাশা আর্ট স্কুলের ২২ পদার্পণ উপলক্ষে বার্ষিক চিত্রাঙ্কন প্রদর্শনী-২০২৫ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সিটির বায়েজিদ থানাধীন জালালাবাদ ওয়ার্ড সংলগ্ন স্কুলের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্যাশা আর্ট স্কুলের উপদেষ্টা রাহাত আকবর। সভাপতিত্ব করেন প্রত্যাশা আর্ট স্কুলের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন প্রত্যাশা আর্ট স্কুলের উপদেষ্টা মো. মনির আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিকর্মী মো. ফোরকান রাসেল, এডভোকেট আবুল কাশেম মিলু, শোয়েব উদ্দিন।
প্রত্যাশা আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন বলেন, ‘সবার সহযোগিতায় চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার জালালাবাদ এ চিত্রাঙ্কন বিষয়ে আগ্রহীদের এবং ছোট ছোট বাচ্চাদের মানুষিক বিকাশ লাভের জন্য ২২ বছর ধরে প্রত্যাশা আর্ট স্কুল কাজ করে যাচ্ছে। সামনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
মো. ফোরকান রাসেল বলেন, ‘মূল শহর থেকে একটু ভেতরের পাশে হলেও প্রত্যাশা আর্ট স্কুল ছোট ছোট বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে শিল্প সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপ সব সময় চট্টগ্রামের শিল্প সংস্কৃতি চর্চা ও বিকাশে যে কাজ করে যাচ্ছে, সর্বপ্রকার শিল্প সংস্কৃতির তথ্য সরবরাহ করে তা করে যাবে। এই প্রত্যাশা আর্ট স্কুলসহ চট্টগ্রামের শিল্প সংস্কৃতি চর্চা ও বিকাশ নিয়ে কাজ করে যাওয়া প্রতিটি প্রতিষ্ঠানের সাথে থাকবে।’ৎ
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আগ্রাবাদ জেট ওয়ার্ল্ড সলিউশন।