চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এইচএসসিতে ব্যবসায়িক শিক্ষা বিভাগে ভর্তির সুযোগ পাওয়া শরীফা খানমের ভর্তির দায়িত্ব নিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, বিএনপি নেতা সাঈদ আল নোমান।
হালিশহর থানা মৎস্যজীবী দলের নেতা আব্দুর রশিদের অসচ্ছল পরিবারে দুই মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় সন্তান হল শরীফা খানম।
আর্থিক টানাপোড়েনে শরীফা খানমের পড়ালেখা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিলো। বিষয়টি জানতে পেরে সাঈদ আল নোমান তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং শরীফা খানমের অভিভাবকের সাথে কথা বলে তার ভর্তির ব্যবস্থা করেন। এ ছাড়াও তিনি বই ও কলেজ ইউনিফর্মের জন্য আর্থিক সহযোগিতা করেন।
সাঈদ আল নোমান বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাঙ্গনে পিছিয়ে থাকা নারীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। অর্থকষ্টে আমাদের নারী শিক্ষার্থীরা যেন পিছিয়ে না যায়, কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা দূর করা নিয়ে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।’
তিনি আর বলেন, ‘আমি শিক্ষাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, অর্থকষ্টে কিংবা সঠিক পরিকল্পনার অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন পিছিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে আমি আমাদের নেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবে কাজ করে যাচ্ছি।’