ঢাকা: মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি প্রায় ১ হাজার জন দেশ সেরা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারকে অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে।
২০২৪ সালের ব্যবসায়িক পারফরমেন্স, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নত গ্রাহক সেবা, কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা এবং বিশেষ করে দেশের মানুষের কাছে জীবনবীমা আরও সহজলভ্য করে তোলার দক্ষতার ভিত্তিতে এ স্বীকৃতি দেয় মেটলাইফ।
অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘৭০ বছরেরও বেশি সময় ধরে মেটলাইফ বাংলাদেশ লাখো মানুষের ভবিষ্যৎ নিরাপদে রাখার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য সঙ্গী হিসেবে কাজ করছে। আমাদের ফিল্ড ফোর্স এই ঐতিহ্য বজায় রেখে গ্রাহকদের আর্থিক সুরক্ষায় সহায়তা করছেন। কর্মীদের দক্ষতা উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ডিজিটাল টুলস সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে এবং তাদের অবদানের অর্থবহ স্বীকৃতি প্রদান করে যাচ্ছি, যেন তারা আরো ভালোভাবে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন।’
বাংলাদেশে মেটলাইফের ১৩ হাজারের বেশি বীমা এজেন্ট প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০’রও বেশি করপোরেট গ্রাহকদের সেবা দিয়েছেন।
পুরস্কৃত বীমা কর্মীবৃন্দ ও তাদের জীবন সঙ্গীর সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ এশিয়ার রিজিওনাল প্রেসিডেন্ট লিন্ডন অলিভার; হেড অব বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া অ্যান্ড ভিয়েতনামের এলেনা বুটারোভা; মেটলাইফ এশিয়ার হেড অব ডিস্ট্রিবিউশন ইয়ং হো হ্যান; মেটলাইফ বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জাফর সাদেক চৌধুরী; অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর মো. লুৎফর রহমান, অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল হক।