চট্টগ্রামে আগামী ১২-১৩ সেপ্টেম্বর সাইলেন্ট থিয়েটার আয়োজন করতে যাচ্ছে ২ দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালা। কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকছেন সাইলেন্ট থিয়েটারের সাধারণ সম্পাদক ও মাইম ডিরেক্টর মেজবাহ চৌধুরী।
মেজবাহ চৌধুরী ইতোমধ্যে দেশের বাহিরেও একাধিকার মূকাভিনয় পরিবেশনা এবং প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশের সর্ববৃহৎ মূকাভিনয় সংগঠনের মূর্চা বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাবেক দপ্তর-সম্পাদক এবং বর্তমানে অর্থ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা এবং শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলবে চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ সমাজ সেবা অধিদপ্তরের পিএইচটি সেন্টারে।
প্রশাক্ষনার্থীরা পরবর্তী দলীয় বিভিন্ন মূকাভিনয় প্রযোজনায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং সার্টিফিকেট দেওয়া হবে।
কর্মশালায় নিবন্ধন করার জন্য ০১৮৭৯-২৪২৫৩৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।