কষ্টরা সব ধুয়ে গেছে
শ্রবণ বৃষ্টি জলে,
শূন্য মনে শিউলি ফোঁটে
শরৎ এলো বলে।
কাশ ছেয়েছে নদীর পাড়ে
দোলে হাওয়ায় দোলে,
নীল আকাশে মেঘে ছুটেছে
আপন আপন তালে।
শিউলি দিয়ে গাঁথবো মালা
কদম গেছে ঝড়ে (তা যা’ই হোক)
আরও নানা ফুল ফুটেছে
দুলছে ডালে ডালে।
এক এক করে কুঁড়াবো ফুল
রাখবো থরে থরে
দারুণ মালা গাঁথবো আমি
সাজবো আপন মনে।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম।