হাটহাজারী, চট্টগ্রাম: আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম অনলাইনে নয়, বরং সশরীরে স্বাভাবিক নিয়মে চলবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনলাইনে ক্লাস নেওয়ার কোন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। কিছু মিডিয়া অনলাইনে ক্লাস নেওয়ার ভুল সংবাদ প্রচার করেছে। যারা এমন করেছেন, তাদেরকে এ ব্যাপারে সংশোধনী দেওয়ার জন্য এবং সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই করে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে পরিবেশন করার জন্য চবি প্রশাসন অনুরোধ জানাচ্ছে।’