হঠাৎ আমায় চমকে দিও ওই দারুণ শরৎ বেলায়,
কাছে এসে অবাক করো তোমার আপন মায়ায়।
তুলোর মত মেঘ উড়ে যায় শরৎ প্রভাতবেলায়,
তুমি এসো সেই মেঘে আমায় পাওয়ার তাড়ায়।
তুমি এসো উষ্ণ হয়ে মধ্য দুপুর রোদে,
আমি তখন হাওয়া হবো কুসুম কুসুম তাপে।
এসো তুমি শেষ বিকেলে সূর্য ডোবার আগে,
অপেক্ষায় থাকবো আমি রাত্রি যেমন থাকে।
তুমি এসো চাঁদের আলোয় গভীর শরৎ রাতে।
মাদুর পেতে বসবো দুজন জ্যোৎস্না স্নান নিতে।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম।