চট্টগ্রাম: এপিক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লোকমান হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আনম শামসুল ইসলাম।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সিটির জিইসির মেট্রোপলিটন হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন তিনি।
এ সময় শামসুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নেতা আবদুস সোবহানকেও দেখতে যান। তাদের পাশে কিছুক্ষণ সময় কাটান।
শামসুল ইসলাম তাদের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ, সেক্রেটারি আবু তালেব চৌধুরী, ডা. ইরফান চৌধুরী, জামায়াত নেতা শওকত ওসমান চৌধুরী, আবদুল মতিন।