নেত্রকোনা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, ‘যারা সংবাদ সম্মেলন করে বলেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দিবে না। আমি তাদের উদ্দেশ্যে পরিস্কার করে বলতে চাই, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন রুখে দেয়ার কারও শক্তি নেই।’
শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।
অধিবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ‘গতকাল বলতে শুনেছি সংবিধানে নির্বাচনের কথা বলা আছে। কিন্তু কোন পদ্ধতিতে হবে তা বলা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২-এ বলা আছে প্রত্যেক আসনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ৩০০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু সংবিধানের কোথাও পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা নেই।’
‘গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা রক্ত দিয়েছি। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী থেকে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে। তা সমুন্নত রাখতে হবে। গণতন্ত্রের স্বার্থে ভোটের অধিকারের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন তিনি। এখন দেশের নির্বাচনে ইমেজ শুরু হয়ে গেছে। নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছে। যদি কেউ নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করবেন না। যদি কেউ নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতে আসেন তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।’
জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হাসান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হবে। সর্বশেষ ২০১৪ সালের ২৫ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং ২০১৯ সালের ৬ আগস্ট গঠিত আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।