চট্টগ্রাম: লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রামস্থ সিএলএফ এ হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি লিও ইফতিয়াজ উদ্দিন ইফতি নবনির্বাচিত নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিও মো. তাহমিদ উদ্দিন নিহাদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লিও মোহাম্মদ সিয়াম এবং কোষাধ্যক্ষ হয়েছেন লিও মোহাম্মদ কায়েস। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ ‘ইউনিটি মেকস প্রসপারেটি- একতাতে সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেবামূলক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিও ডিস্ট্রিক্ট সভাপতি লিও মোহাম্মদ শওকত হোসেন।
তিনি নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তরুণদের উদ্যোগ ও নেতৃত্ব লিও আন্দোলনকে আরও বেগবান করবে এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন লিও ডিস্ট্রিক্ট সভাপতি দীপ্ত দে।
এছাড়া উপস্থিত ছিলেন লিও জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মোহাম্মদ ইমরান নিকসন, জেলা সহসভাপতি শিফাতুল ইসলাম সামি এবং লিও ক্লাব অফ চিটাগং পারিজাত এলিটের লিও এডভাইজর লায়ন হুমায়রা কবির চৌধুরী।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের নেতৃবৃন্দ, অতিথি ও লিও সদস্যরা উপস্থিত ছিলেন।