পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা সেবনের দায়ে পৌরসভার সাবেক কাউন্সিলর আল মনসুর চৌধুরী জুয়েল (৪২) ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম ছোটনকে (৩৮) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জুয়েলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। আদালত জুয়েলকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও দেড় হাজার টাকা জরিমানা এবং সহযোগী আশরাফুল ইসলাম ছোটনকে ৭ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা দেন।
আল মনসুর চৌধুরী জুয়েল ২০১০-২০১৫ সাল পর্যন্ত পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবার নাম মৃত আল আমিন চৌধুরী। অপর আসামি আশরাফুল ইসলাম ছোটনের বাড়ি উপজেলার কেলিশহর ইউনিয়নে। তাঁর বাবার নাম মৃত খুইল্ল্যা মিয়া।
রয়া ত্রিপুরা বলেন, ‘তথ্য পাওয়ার পর আমরা দ্রুত অভিযান চালাই। আটক হওয়ার সময় তাঁরা ইয়াবা সেবনে লিপ্ত ছিলেন। প্রমাণ পাওয়ার পরই তাঁদের দণ্ড দেওয়া হয়েছে।’
স্থানীয়রা জানান, জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ডের নানা অভিযোগ শোনা যাচ্ছিল। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।