বিনোদন প্রতিবেদক: স্টার ফিল্ম আয়োজিত ‘ওয়েব ফিল্ম উজান গাঙের নাও’-এর প্রিমিয়ার শো ও সম্মাননা পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিল্পী সমিতির সভাপতি ও সাংবাদিক আবছার উদ্দিন অলি, মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ, সেল কেয়ার’-এর কর্ণধার মুনতাসীর মুন্না, গ্রিন লিভ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়, সাংস্কৃতিক অনুরাগী আব্দুর নুর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম সরওয়ার ও মৈত্রী। সভাপতিত্ব করেন উজান গাঙের নাও’-এর পরিচালক মীর সেলিম।
মিডিয়ায় বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ মনজুর মোরশেদ, গোলাম মাওলা জসিম, মুনতাসির মুন্না, তসসিম হাসান হৃদয়, এসএম সরওয়ার, মোশারফ ভুইঁয়া পলাশ, সাইমন, তন্ময় দেবকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, ‘বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সব থেকে সাংস্কৃতিক ও মিডিয়া জগতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের লোকজন এগিয়ে রয়েছেন এবং আজকের অভিনেতা ও অভিনেত্রীরা এক দিন সুপারস্টার হয়ে উঠবে।’