পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্রশিবির মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তারা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।’
রবিবার (১০ আগস্ট) বিকালে চট্টগ্রাম জেলার পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা শিবিরের উদ্যোগে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাহিদুল ইসলাম আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রশিবির বদ্ধপরিকর। শিবির স্বপ্ন দেখাতে শেখায়। সেই স্বপ্নকে বাস্তবায়ন করে ব্যক্তি জীবন, সামাজিক পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটায়।’
পটিয়া শহর সাংগঠনিক থানা শাখার সভাপতি মাহবুব উল্লাহর সঞ্চালনায় ও চট্টগ্রাম পশ্চিম সাংগঠনিক জেলার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুয়েটের প্রফেসর ড. ফখরুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা কার্যক্রম বিষয়ক সম্পাদক আলা উদ্দিন আবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদরুল হক, চট্টগ্রাম পশ্চিম সাংগঠনিক জেলার সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদ, আইটি সম্পাদক ফাহিম, পটিয়া পশ্চিম সাংগঠনিক শাখার সভাপতি জাহিন প্রমুখ।