চট্টগ্রাম: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নারকীয় কায়দায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শুক্রবার (৮ আগস্ট) সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক বিবৃতি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সিইউজে নেতৃবৃন্দ বলেন, ‘এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। সভ্যতার ন্যুনতম ছিটেফোটা থাকা সমাজেও এটা কল্পনাতীত। এই নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে, সমাজে অপরাধীরা কতটা বেপরোয়া ও শক্তিশালী হয়ে উঠেছে। রাষ্ট্রযন্ত্র কতটুকু অসহায় ও নতজানু হলে এ ধরনের ঘটনা ঘটে তা রীতিমত চিন্তার বিষয়। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে চিহ্নিত দুর্বৃত্তরা। তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরাধীদের যথাযথ বিচার হয় না বলেই, এমন ঘটনার জাতিকে বারবার দেখতে হচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবী। একইসাথে গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা দেওয়ার বিষয়টি কোনভাবেই খাটো করে দেখা যানা।’
সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় সিইউজে নেতৃবৃন্দ গভীরভাবে উদ্বিগ্ন। তারা অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নেতৃবৃন্দ তুহিনের রূহের মাগফিরাত কামনা করার পাশাপাশি তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে দ্রুত আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।