চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্টারন্যাশনাল ট্রেইনিং নেটওয়ার্কের (আইটিএন) সহোযোগিতায় দুইদিন ব্যাপী ‘স্যানিটেশন ফর আরবান লো-ইনকাম কমিউনিটিজ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক। সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের গবেষণা সহকারী জনাব জুসান আব্দুল্লাহ।
উল্লেখ্য, কর্মশালায় ৬টি টেকনিক্যাল সেশন এবং চট্টগ্রাম শহরের হালিশহরস্ত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ময়দানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের পুরকৌশল বিভাগের মোট ৭০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।