চট্টগ্রাম: ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীরদের স্মরণে চট্টগ্রামে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মুসলিম লীগের চট্টগ্রাম মহানগর শাখা। সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক জননেতা মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু।
উদ্বোধন করেন জননেতা মনছুর মাহমুদ খান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক, মানবাধিকার গবেষক জননেতা মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক লায়ন সিএসকে সিদ্দিকী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ জেলার আহ্বায়ক মুহাম্মদ লিয়াকত আলী।
জননেতা এসএম আবু তালেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও মহানগর যুগ্ম আহ্বায়ক কাজী নাজমুল হাসান সেলিম, স্থায়ী কমিটির সদস্য ও মহানগর সদস্য সচিব রোটারিয়ান এমএ মতিন, উত্তর জেলা সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দীন, রাঙ্গুনিয়া পৌরসভা কমিটির আহ্বায়ক শাহযাদাহ মাওলানা সৈয়দ গোলাম রসুল।
সমাবেশে ঘোষণা দেওয়া হয় যে, মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী হবেন। এ সময় দলীয় প্রতীক ‘হারিকেন’ মার্কায় সবার সমর্থন, দোয়া ও ভোট প্রার্থনা করা হয়।
সমাবেশ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়।