পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. কামাল হোসেনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পটিয়ার ভাটিখাইন শহীদ জিয়া একতা সংসদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে ভাটিখাইন শহীদ জিয়া একতা সংসদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কামাল হোসেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন সাইবার কর্মী। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারে অবদান রেখেছেন। তার অবদানের কারণে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।’
কামাল হোসেন বলেন, ‘শহীদ জিয়া একতা সংসদ আমাকে যে সম্মান দিয়েছে, আমি কৃতজ্ঞ। তাদের কার্যক্রমে আমি সর্বাত্মক সহযোগিতা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মান অক্ষুণ্ণ রাখতে পটিয়ার এনাম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে একতা সংসদকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া একতা সংসদের সভাপতি কাজী নাজিম উদ্দীন। সাধারণ সম্পাদক মো. আলী সওদাগর, সিনিয়র সহসভাপতি মো. সেলিম ও আনু সওদাগর, সহসভাপতি আবু তালেব, যুগ্ম সম্পাদক আবুল হোসেন শোয়েব, সাংগঠনিক সম্পাদক ফারুক সওদাগর, সহসাংগঠনিক সম্পাদক আদনানুল ইসলাম করিম, প্রচার সম্পাদক মো. জমির উদ্দিন, সিনিয়র সদস্য মো. মুজিবুর রহমান সোহেল এবং এলাকার মুরুব্বিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবের শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।