চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য, ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপরাজনীতি এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নিলয়ের এ মিছিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ হতে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রদল নেতা মো. নুরুল হাকিম রোকন, আজিজুর রহমান শাহীন, সরোয়ার জামান নিসাদ, আজগর আলী হৃদয়, রিফাত, জিসান, সিফাত প্রমুখ।