চট্টগ্রাম: সমাজসেবক ও রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রদলনেতা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার রফিকুল ইসলাম খোকন চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুলাই) সকালে পশ্চিম খুলশী জালালাবাদস্থ নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
রফিকুল ইসলাম খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, ‘রফিকুল ইসলাম খোকন ৮০ ও ৯০ দশকে জাতীয়তাবাদী আর্দশের ছাত্রনেতৃত্বে রাজনৈতিক শক্তির ভিত্তি মজবুত করতে নিরলসভাবে কাজ করেন। বিশেষ করে চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা, ওয়ার্ড, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও বৃহত্তর পাহাড়তলী থানা এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করতে উনার সাহসী ভূমিকা অনস্বীকার্য। সাবেক কমিশনার, খোকন সমাজের অসহায় নির্যাতিত মানুষের কল্যাণে নিরবে কাজ করে গেছেন। সমাজসেবক হিসেবে দল-মতের উর্ধ্বে সকলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। একজন প্রকৃত জিয়ার আর্দশের সূর্য সৈনিক ছিলেন রফিকুল ইসলাম খোকন।’
নেতৃদ্বয় মরহুম রফিকুল ইসলাম খোকনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।