পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পটিয়ার ছনহরা ইউনিয়নের কৃতি সন্তান শহীদ জাফর আলম ছিলেন সত্যের সৈনিক, এক সাহসী তরুণ; যিনি শাহাদাত পিপাসু হৃদয় নিয়ে ইসলামী আন্দোলনের পথে সংগ্রাম করেছিলেন। তার শাহাদাত আজও কর্মীদের জন্য অম্লান অনুপ্রেরণা হয়ে আছে।
তাঁর ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ জুলাই) পটিয়া উপজেলা শিবিরের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শিবির সভাপতি মাহবুব উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন এবং প্রধান বক্তা ছিলেন সাবেক পটিয়া উপজেলা সভাপতি ও জেলা অফিস সম্পাদক শেখ মুহাম্মদ ওমর ফারুক।
এছাড়া ছনহরা ইউনিয়ন জামায়াত সভাপতি সাইফুদ্দিন, উপজেলা সেক্রেটারি আবু সিদ্দিক, পশ্চিম শিবির সেক্রেটারি সিফাতউল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটিয়া পশ্চিম সভাপতি মুহাম্মদ জিহান।
সভায় বক্তারা বলেন, “ইসলামী ছাত্র শিবিরের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ রেখে গেছেন দ্বিধাহীন সাহসের সোজা রাজপথ।”
তারা আরও বলেন, ‘শহীদদের আদর্শ ধারণ করেই ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে কুসংস্কার, অপকর্ম ও অনিয়ম-দুর্নীতি দূর করতে হবে।’
শেষে শহীদ জাফর আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৬ জুলাই চট্টগ্রামের লালদীঘি ময়দানে জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর গোলাম আযমের কারামুক্তি উপলক্ষে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন জাফর আলম। পথে কোতোয়ালি থানার মোড়ে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে তিনি ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৬৮তম শহীদ হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন।