চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মানুষের সেবা করা এক মহৎ কাজ এবং প্রকৃত আনন্দের উৎস। মানুষের কল্যাণে কাজ করাই মানবতার প্রকৃত রূপ। এই মানবতাকেই সকলের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) চন্দনাইশ থানার বরকল ও বরমা গ্রামের গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র বিমোচনে প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে, তবে দেশের গরিব, দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মো. ফোরকান, কর্ণফুলী থানার সভাপতি হাফেজ মাওলানা আবদুল করিম, মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল গফুর, মাওলানা শোয়াইব, জাফর উল্লাহ খান চৌধুরী, মহানগর নেতা মাহফুজুর রহমান, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা মিশকাত প্রমুখ।