পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ওক্যানারা গ্রামের মেধাবী ছাত্রী হালিমা আক্তার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
পটিয়া সরকারি কলেজের এই কৃতী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সব দায়িত্ব নিয়েছেন গাজী কেডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।
রোববার (২০ জুলাই) ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হালিমার মায়ের হাতে ভর্তি সহায়তার চেক তুলে দেন তিনি।
গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, ‘শিক্ষাই ভবিষ্যতের চাবিকাঠি। পটিয়ার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা পাশে থাকতে চাই।’
তিনি জানান, গাজী কেডি ফাউন্ডেশন শুধু হালিমাই নয়, পটিয়ার অন্যান্য অবহেলিত মেধাবী শিক্ষার্থীদেরও আর্থিক, শিক্ষাগত ও মনোবিকাশমূলক সহায়তা দিয়ে এগিয়ে নিতে কাজ করবে।
ফাউন্ডেশনটি স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়নে নিয়মিতভাবে কার্যক্রম চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন গাজী সিরাজ।