নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে সড়কে চলাচলের অযোগ্য যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (২০ জুলাই) দুপুরে পরিচালিত পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে ইকোনমিক লাইফ টাইম শেষ হয়ে যাওয়া একটি মিনিবাস জব্দ করা হয়।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগের অধীনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত-১১, ১২ ও ১৩ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, ফাহমিদা মুস্তফা ও মিকি মারমা।
অভিযান চলাকালে আদালতগুলোর কার্যক্রম পরিদর্শন করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম।
বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ, ইকোনমিক লাইফ টাইম শেষ এবং সড়কে চলাচলের অযোগ্য যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভবিষ্যতে এসব অভিযান আরও জোরদার করা হবে।