চট্টগ্রাম: পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পীকার ও অস্থায়ী প্রেসিডেন্ট শহীদ একেএম ফজলুল কাদের চৌধুরীর নামে স্থাপনা ও সড়ক নামকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের নেতারা।
শুক্রবার (১৮ জুলাই) তার ৫২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মেরিন অ্যাকাডেমি ও ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান চুয়েট) প্রতিষ্ঠায় তার বড় ভূমিকা ছিল। এছাড়া মীরসরাই, সীতাকুণ্ড, নাসিরাবাদ, বায়েজিদ, কালুরঘাট ও রাঙ্গুনিয়ায় শিল্পায়নেও তিনি সক্রিয় ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, জীবদ্দশায় নিজের নামে কোনো স্থাপনা চাননি তিনি। কিন্তু ৫২ বছর পরও তার নামে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সড়ক নামকরণ হয়নি; যা তার প্রতি অবিচার। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ভবন ও চট্টগ্রাম নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম তার নামে করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের চট্টগ্রাম জেলা আহ্বায়ক মাওলানা জহুরুল আনোয়ার, মহানগর আহ্বায়ক রিয়াজুল আনোয়ার চৌধুরী, উত্তর জেলা আহ্বায়ক লায়ন সিএসকে সিদ্দিকী, দক্ষিণ জেলা আহ্বায়ক লিয়াকত আলী, মহানগর সদস্য সচিব এমএ মতিন, কেন্দ্রীয় নেতা মাওলানা সরওয়ার হোসেন, শফিকুর রহমান, জাহাঙ্গীর, সাংবাদিক সিএম আলী হায়দার ও ইমাম সাত্তার বাবু।