চট্টগ্রাম: ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক, নিখিল ভারত মুসলিম লীগের সংগঠক এবং পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি একেএম ফজলুল কাদের চৌধুরীর ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রামের রাউজানে মরহুমের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা আহ্বায়ক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার এবং মহানগর আহ্বায়ক মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উত্তর জেলা আহ্বায়ক লায়ন সিএসকে সিদ্দিকী, দক্ষিণ জেলা আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী, মহানগর সদস্য সচিব রোটারিয়ান এম এ মতিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সরওয়ার হোসেন, সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক সিএম আলী হায়দার ও ইমাম সাত্তার বাবু প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন গহিরা চৌধুরীবাড়ী জামে মসজিদের খতীব মাওলানা কাজী মুহাম্মদ কুতুব উদ্দীন।
বিকেলে নগরের গুডস হিল এলাকায় ফজলুল কাদের চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। প্রধান অতিথি ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, বিএনপি নেতা মুহাম্মদ শওকত আলী নূর, অধ্যাপক মুহাম্মদ মহসিন, অ্যাডভোকেট কে আর এম খাইরুদ্দীন মাহমুদ চৌধুরী হিরু, মুসলিম লীগ নেতা লায়ন সিএসকে সিদ্দিকী, মোহাম্মদ লিয়াকত আলী, রোটারিয়ান এম এ মতিন, কাজী নাজমুল হাসান সেলিম ও অ্যাডভোকেট এম আবুল আব্বাস কাদেরী।
ইসলামী সাংস্কৃতিক সংগঠক মাহমুদ হাসান রুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করেন মরহুমের সন্তান ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন খতীব মাওলানা মুহাম্মদ মুসা এবং মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী