চট্টগ্রাম: প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার সাম্প্রতিক মন্তব্যকে ‘বিতর্কিত ও হতাশাজনক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল বশর।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে আবুল বশর বলেন, “প্রবাসীরা কেবল অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখে না, বরং তারা দেশের ভবিষ্যৎ নিয়েও গভীরভাবে ভাবে। অথচ আজও তারা ভোটাধিকার থেকে বঞ্চিত-এটা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন পর্যন্ত- প্রবাসীদের অবদান অনস্বীকার্য। ১৯৭১’-এর মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের সক্রিয় ভূমিকা যেমন ছিল, তেমনি ২৪ জুলাইয়ের গণজাগরণেও তাদের অংশগ্রহণ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
“বর্তমান বিশ্বে রেমিট্যান্স-নির্ভর অর্থনীতিতে প্রবাসীরা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা কেবল অর্থনীতির সহযোদ্ধা নয়, গণতন্ত্রেরও বলিষ্ঠ সমর্থক। তাদের রাজনৈতিক অধিকার, বিশেষ করে ভোটাধিকার, নিশ্চিত করা সময়ের দাবি।”
এ প্রসঙ্গে তিনি আবুল বশর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস, নির্বাচন কমিশন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রের স্বার্থে প্রবাসীদের সাংবিধানিক ভোটাধিকার অবিলম্বে কার্যকর করা হোক।”
আবুল বশর আরও বলেন, “এটা শুধু একটি রাজনৈতিক দাবি নয়, এটি ন্যায্যতার প্রশ্ন-জাতীয় দায়িত্বের অংশ। সরকার ও সংশ্লিষ্ট মহলের উচিত, প্রবাসীদের মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করা।”